Army Dog Zoom Dies: লড়াই শেষ, সেনা হাসপাতালে মৃত অনন্তনাগ এনকাউন্টারে আহত জুম

কে এই জুম? জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বহু অভিযানে সেনার সঙ্গী ছিল জার্মান শোফার্ড প্রজাতির এই প্রশিক্ষিত কুকুর। যেসব প্রত্যান্ত এলাকায় অভিযান চালিয়েও জঙ্গিদের নাগাল পাওয়া যেত না সেখানেই কাজে লাগানো হত জুম-কে

Updated By: Oct 13, 2022, 03:50 PM IST
Army Dog Zoom Dies: লড়াই শেষ,  সেনা হাসপাতালে মৃত অনন্তনাগ এনকাউন্টারে আহত জুম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীনগরের সেনা হাসপাতালে মৃত্যু হল সেনার অসম সাহসী কুকুর জুম-এর। জঙ্গিদের ছোড়া বুলেট আহত হওয়ার পর তার দেশে অস্ত্রোপচার করেন সেনার পশু চিকিত্সকরা। কিন্তু সেই ধকল নিতে পারল না এই জার্মান শেফার্ড। বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়। শ্রীনগরে সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীনগরের অ্যাডভান্স ফিল্ট ভেটেনারি হাসপাতালে চিকিত্সা চলছিল আহত জুম-এর। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। বারোটা নাগাদ তার মৃত্যু হয়। আজ পৌনে বারোটা নাগাদে হঠাত্ই হাঁফাতে থাকে জুম। কিছুক্ষণের মধ্যেই সে নিস্তেজ হয়ে যায়। 

আরও পড়ুন-নীরব বিপ্লব! হজে এবার থেকে একাই যেতে পারবেন মহিলারা...

কে এই জুম? জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বহু অভিযানে সেনার সঙ্গী ছিল জার্মান শোফার্ড প্রজাতির এই প্রশিক্ষিত কুকুর। যেসব প্রত্যান্ত এলাকায় অভিযান চালিয়েও জঙ্গিদের নাগাল পাওয়া যেত না সেখানেই কাজে লাগানো হত জুম-কে। গত রবিবার কাশ্মীরের অনন্তনাগ জেলার তংপাওয়া গ্রামে জঙ্গিদের খোঁজে অভিযান চালায় সেনাবাহিনীর চিনার কর্প। তাদের সঙ্গে ছিল জুম। জঙ্গি ডেরার কাছাকাছি যেতেই তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ২ লস্কর জঙ্গি। সেই গুলিতেই মারাত্মক আহত হয় জুম। তবে তার পরেও তার চেষ্টাতেই ওই দুই জঙ্গিকে ডেরা থেকে বহের করে আনতে সক্ষম হয় সেনা।

সেনার চিনার কর্প সূত্রে খবর, মাসের পর মাস প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল জুম-কে। গোপন আস্তানায় লুকিয়ে থাকা কোনও জঙ্গিকে খুঁজে বের করতে এর আগে বহু জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল জুম। রবিবার রাতে অনন্তনাগের ওই অপারেশনে ২ জঙ্গিকে তাড়া করে জুম। কিন্তু জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ২টি বুলেট এসে লাগে তার গায়ে।  কিন্তু শেষপর্যন্ত জঙ্গিদের তাড়া করে ধরে জুম। যে দুই জঙ্গিকে নিকেশ করা হয় তাদের বেশ কিছুদিন ধরেই খুঁজছিল সেনা। ওই দুই জঙ্গির নাম আসিফ আহমেদ ও ওয়াকিল আহমেদ। জুমের সাহায্যে নিয়েই তাদের খুঁজে বের করে সেনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.