জম্মুতে মিলল সুরঙ্গের হদিশ, অনুমান অপ্রবেশ চলত ওই সুরঙ্গ দিয়ে

এলওসি লাগোয়া আখনুর সেক্টরে একটি সুরঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা। অনুমান  সুরঙ্গের অন্য প্রান্তটি পাকিস্তানের সঙ্গে যুক্ত। ফলে ওই সুরঙ্গ দিয়ে জঙ্গি অনুপ্রবেশ চলত বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।

Updated By: Aug 23, 2014, 09:35 AM IST
জম্মুতে মিলল সুরঙ্গের হদিশ, অনুমান অপ্রবেশ চলত ওই সুরঙ্গ দিয়ে

জম্মু: এলওসি লাগোয়া আখনুর সেক্টরে একটি সুরঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা। অনুমান  সুরঙ্গের অন্য প্রান্তটি পাকিস্তানের সঙ্গে যুক্ত। ফলে ওই সুরঙ্গ দিয়ে জঙ্গি অনুপ্রবেশ চলত বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।

এক সেনা আধিকারিক এবিষয়ে সংবাদ সংস্থা পিটি আই কে জানিয়েছেন, ""এলওসির চাকলা পোস্ট লাগোয়া এলাকায় টহল দেওয়ার সময় সুরঙ্গটির হদিশ পায় ভারতীয় জওয়ানরা।''

ওই আধিকারিক আরও জানিয়েছেন, এই সুরঙ্গটির কাছেই গত ২২ জুলাই কিছু অনুপ্রবেশকারির সঙ্গে সেনার গুলির লড়াই হয়েছিল। ১ সেনা জওয়ানের মৃত্যুও হয়েছিল সেই ঘটনায়।  যদিও এই সুরঙ্গটির পাকিস্তানের মাটির সঙ্গে যোগাযোগ রয়েছে কী না, সেবিষয়ে স্পষ্ট কিছু বলতে চাইছে না সেনা আধিকারিকরা।

 

.