আততায়ীর গুলিতে নিহত সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর

অজানা আততায়ীর গুলিতে খুন হলেন মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আন্দোলনের চেনা মুখ নরেন্দ্র দাভোলকর। মঙ্গলবার সকালে পুণের ওমকারেশ্বর সেতুর উপর দাভোলকরের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরের নেতৃত্বে আন্দোলনের জেরে মহারাষ্ট্রে কুসংস্কার ও ব্ল্যাক ম্যাজিক বিরোধী বিল পাস হয়েছে।

Updated By: Aug 20, 2013, 04:23 PM IST

অজানা আততায়ীর গুলিতে খুন হলেন মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আন্দোলনের চেনা মুখ নরেন্দ্র দাভোলকর। মঙ্গলবার সকালে পুণের ওমকারেশ্বর সেতুর উপর দাভোলকরের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরের নেতৃত্বে আন্দোলনের জেরে মহারাষ্ট্রে কুসংস্কার ও ব্ল্যাক ম্যাজিক বিরোধী বিল পাস হয়েছে।
``সাধনা`` পত্রিকার সম্পাদক দাভোলকরকে বুলেট বিদ্ধ অবস্থায় সাসুন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুনের পুলিস কমিশনার গুলাবরাও পোল জানিয়েছেন পুলিস দাভোলকরের মৃত্যুর তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

.