গুয়াহাটি, ডিব্রুগড়ে উঠল কার্ফু, বেশ কিছু এলাকায় সচল ব্রডব্যান্ড পরিষেবা
মঙ্গলবার সকাল ৬টা থেকে গুয়াহাটি, ডিব্রুগড় থেকে উঠল কার্ফু। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকাল ৬টা থেকে গুয়াহাটি, ডিব্রুগড় থেকে উঠল কার্ফু। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাগরিকত্ব নিয়ে সংশোধিত নয়া আইনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি। প্রতিবাদ, বিক্ষোভ মারাত্মক আকার নেয় অসমের বিভিন্ন জেলায়। একাধিক সংগঠনের উদ্যোগে অসমের ডিব্রুগড়, দিসপুর, বঙ্গাইগাঁও-সহ একাধিক জেলায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো হয় অসমের বিভিন্ন অঞ্চলে। ১১ ডিসেম্বর থেকে অসমে কার্ফু জারি করা হয়। একইসঙ্গে ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবাও বন্ধ রাখা হয়। অসমের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বাতিল করা হয় একের পর এক ট্রেন ও উড়ান।
The curfew imposed in Dibrugarh district in the wake of major protests across the state over the Citizenship (Amendment) Act, 2019, was on Tuesday relaxed from 6 am to 8 pm by the district administration
Read @ANI story | https://t.co/7LSblq0IHX pic.twitter.com/EebzV2E2y1
— ANI Digital (@ani_digital) December 17, 2019
আরও পড়ুন: কাশ্মীরের গুরেজ সেক্টরে বেপরোয়া গোলাগুলি পাক সেনার, শহিদ ১ জওয়ান
Assam DGP, BJ Mahanta: 136 cases have been registered so far& 190 protesters have been arrested.These were not normal democratic protesters but people who indulged in violence,some conspirators have also been arrested, including some major leaders from various organizations. #CAA https://t.co/0Rvb5miALT
— ANI (@ANI) December 17, 2019
সংবাদ সংস্থা এএনআইকে অসম পুলিসের ডিজি বি জে মাহান্ত জানান, এখনও পর্যন্ত ১৩৬টি মামলা দায়ের করা হয়েছে আর অশান্তি বাধানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৯০ জন বিক্ষোভকারীকে। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস গুলি চালাতে বাধ্য হয়। মাহান্ত জানান, দুর্ভাগ্যবশত পুলিসের গুলিতে চার জনের মৃত্যু হয়েছে। এর পর পরিস্থিতি পর্যালোচনায় বসেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পর মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।