ফের ছত্তিসগড়ে মাওবাদী হামলা, মৃত ৪ জওয়ান, আহত ১১

ছত্তিসগড়ে পর পর হামলা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সুকমা, বর্ষাপুর, কাঁকেরের পর এবার দান্তেওয়াড়া। আজ কিরণডোল থেকে চোলনাড় যাওয়ার পথে পুলিস ক্যাম্পের কাছেই  বিস্ফোরণে উড়ে গেল ছত্তিসগড় আর্মড ফোর্সের মাইন নিরোধক গাড়ি।  হামলায় মৃত্য হয়ছে ওই গাড়ির চালক সহ চার জওয়ানের। আহত আরও এগারো জন।  

Updated By: Apr 13, 2015, 05:49 PM IST
ফের ছত্তিসগড়ে মাওবাদী হামলা, মৃত ৪ জওয়ান, আহত ১১

ব্যুরো: ছত্তিসগড়ে পর পর হামলা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সুকমা, বর্ষাপুর, কাঁকেরের পর এবার দান্তেওয়াড়া। আজ কিরণডোল থেকে চোলনাড় যাওয়ার পথে পুলিস ক্যাম্পের কাছেই  বিস্ফোরণে উড়ে গেল ছত্তিসগড় আর্মড ফোর্সের মাইন নিরোধক গাড়ি।  হামলায় মৃত্য হয়ছে ওই গাড়ির চালক সহ চার জওয়ানের। আহত আরও এগারো জন।  

এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে  নিয়ে যাওয়া হয় রায়পুরে। বাকিদের ভর্তি করা হয়েছে কিরণডোল হাসপাতালে। এর আগে সকালে কাঙ্কেরের বিএসএফ ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জওয়ানের।  মৃত্যু হয়েছে এক মাওবাদীরও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি আইইডি বিস্ফোরক।

.