কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নামছে না টিম আন্না

কংগ্রেসকে হারানোর আবেদন নয়, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে দুর্নীতি বিরোধী লড়াই আর শক্তিশালী লোকপাল বিলের দাবির মধ্যেই প্রচারের অভিমুখ সীমাবদ্ধ রাখবে টিম আন্না।

Updated By: Jan 10, 2012, 11:43 AM IST

কংগ্রেসকে হারানোর আবেদন নয়, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে দুর্নীতি বিরোধী লড়াই আর শক্তিশালী লোকপাল বিলের দাবির মধ্যেই প্রচারের অভিমুখ সীমাবদ্ধ রাখবে টিম আন্না। সোমবার রাতে গাজিয়াবাদে ৮ ঘণ্টার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন কিরণ বেদি, অরবিন্দ কেজরিওয়াল প্রশান্তভূষণ, মণীশ শিশোদিয়ারা।
সংসদের শীতকালীন অধিবেশনে ইউপিএ সরকার প্রতিশ্রুতি মোতাবেক কড়া লোকপাল বিল পাশ করাতে পারেনি। এই পরিস্থিতিতে টিম আন্নার একাংশের তরফে হিসার লোকসভা উপনির্বাচনের মতোই পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে প্রত্যক্ষভাবে কংগ্রেস বিরোধী প্রচার কর্মসূচি সংগঠিত করার দাবি ওঠে।

তবে এ নিয়ে `ইন্ডিয়া এগেনস্ট করাপশন` নেতৃত্বের একাংশ আপত্তি জানায়। এই শিবিরের তরফে বলা হয়, শক্তিশালী লোকপাল বিল প্রণয়ন না করার দায় শুধু কংগ্রেস বা ইউপিএ জোটের ঘাড়ে চাপিয়ে দেওয়া অনুচিত হবে। সামগ্রিক ভাবে রাজনৈতিক নেতৃত্বের অনাগ্রহের কারণেই কড়া লোকপাল বিল সংসদে পাশ হয়নি।
এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে সম্ভাব্য অবস্থান গ্রহণের বিষয়ে বিভিন্ন মহলের মতামত চেয়েছিলেন আন্না হাজারের কোর কমিটির সদস্যরা। সেই মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ গাজিয়াবাদ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আন্না হাজারেকে অবহিত করতে রালেগাঁও সিদ্ধি যাবেন অরবিন্দ কেজরিওয়াল এবং প্রশান্ত ভূষণ। আন্না হাজারের পরামর্শ নিয়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন তাঁরা।

.