হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ আন্না
বছরের প্রথম দিনটাই হাসপাতালে কাটাতে হচ্ছে আন্না হাজারেকে!
বছরের প্রথম দিনটাই হাসপাতালে কাটাতে হচ্ছে আন্না হাজারেকে!
শরীরটা সহযোগিতা করছিল না বেশ কয়েক দিন ধরেই। গত বুধবার নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই তাই মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের অনশনমঞ্চ ছাড়তে হয়েছিল আন্না হাজারেকে। কিন্তু রালেগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মীর শারীরিক সমস্যা এখনও কমেনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর শরীরে বেড়ে গিয়েছে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মতো ক্ষতিকর পদার্থ। রয়েছে, ভাইরাল সংক্রামণ ও বুকে সর্দি বসার সমস্যাও। এই পরিস্থিতিতে মেডিক্যাল চেক আপ-এর জন্য রবিবার সকালে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রাণপুরুষকে।
শনিবার রালেগাঁও সিদ্ধিতে মিডিয়ার মুখোমুখি হয়ে আন্নার চিকিত্সক কান্তিলাল সাঞ্চেতি জানিয়েছিলেন, শরীরে ক্ষতিকর পদার্থের মাত্রা বেশি থাকার পাশাপাশি ৭৪ বছরের গান্ধীবাদী নেতার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় পূর্ণাঙ্গ মেডিক্যাল চেক আপ এবং প্রয়োজনীয় চিকিত্সার জন্য রবিবার সকাল সাতটা নাগাদ তাঁকে পুনা নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত অগাস্ট মাসে দিল্লির রামলীলা ময়দানে অনশনের পরও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আন্নাকে।