দিল্লির উপরাজ্যপাল হিসেবে শপথ নিলেন অনিল বাইজাল
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন অনিল বাইজাল। তাঁকে শপথবাক্য পাঠ করান দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জি রোহিনী। গত ২২শে ডিসেম্বর আচমকা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদে ইস্তফা দেন নাজিব জঙ। তাঁর জায়গায় দায়িত্বে এলেন কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অনিল বাইজাল।
ওয়েব ডেস্ক : দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন অনিল বাইজাল। তাঁকে শপথবাক্য পাঠ করান দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জি রোহিনী। গত ২২শে ডিসেম্বর আচমকা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদে ইস্তফা দেন নাজিব জঙ। তাঁর জায়গায় দায়িত্বে এলেন কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অনিল বাইজাল।
নজিব জঙের মেয়াদ ফুরনোর কথা ছিল ২০১৮ সালে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় সরকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জঙ। তাঁর ইস্তফা ঘিরে দেখা দেয় জল্পনা। কোনও রাজনৈতিক চাপে তিনি সরে যাচ্ছেন কি না, ওঠে সে প্রশ্নও। যদিও, সব জল্পনাই খারিজ করে দেন জঙ। জানান, নিজের পড়াশোনার দুনিয়াতেই ফিরে যেতে চান তিনি।
আরও পড়ুন, সমাজবাদী পার্টিতে ফিরল অখিলেশ ও রামগোপাল