ফসল বাঁচাতে জমিতে সানি লিওনির পোস্টার টাঙালেন অন্ধ্রের চাষি
চেঞ্চুর ধারণা এই টোটকায় কাজ হয়েছে। এখন আর তাঁর ক্ষেতের দিকে কেউ নজর দেয় না
নিজস্ব প্রতিবেদন: গ্রামবাসীদের 'কুনজর' থেকে ক্ষেতের ফসল বাঁচাতে আজব এক রাস্তা বের করলেন অন্ধ্র প্রদেশের এক চাষি। তাঁর ধারনা 'নজর লেগেই' তাঁর ক্ষেতে ফলন ভালো হচ্ছে না। ক্ষেতের ফসল 'নজর' থেকে বাঁচাতে শেষ পর্যন্ত নিজের জমিতে টাঙ্গিয়ে দিলেন সানি নিওনের একটি বিকিনি পরা ছবির পোস্টার।
অন্ধ্র প্রদেশের নেল্লোরের বান্দা নিন্দি গ্রামের চাষি চেঞ্চু রেড্ডি আদৌ সানি নিওনের ভক্ত নন। তাঁর ১০ একর জমিতে এ বছর ভালই ফসল হয়েছে। গ্রামবাসীদের নজরও পড়ছে সবুজ ক্ষেতের উপরে। এখন তাঁর একটাই লক্ষ্য, ক্ষেতকে ফসল বাঁচাতে হবে। সংবাদ মাধ্যমে চেঞ্চু জানিয়েছেন, ‘এ বছর আমার জমিতে ভালো ফসল হয়েছে। তার পরই গ্রামের মানুষজন ক্ষেতের দিকে নজর দিচ্ছে। কুনজর থেকে ফসল বাঁচাতে আমি সানি লিওনের ছবি টাঙাতে বাধ্য হয়েছি।’ চেঞ্চুর ধারণা এই টোটকায় কাজ হয়েছে। এখন আর তাঁর ক্ষেতের দিকে কেউ নজর দেয় না।
আরও পড়ুন-ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে খাইয়ে সোনারপুরে ছাত্রীর উপর যৌন নির্যাতন বন্ধুদের
সাধারণত ক্ষেতের ফসল পশুপাখিদের হাত থেকে বাঁচাতে জমিতে খড়ের কাকতাড়ুয়া টাঙান চাষীরা। কখনও কখনও ভয়ঙ্কর কোনও মূর্তিও জমিতে রেখে আসেন। তাই বলে কুনজর এড়াতে সানি লিওনির ছবি!