CAA বিরোধী স্লোগান দিয়ে বেধড়ক মার পড়ুয়াকে, ত্রাতা হয়ে প্রাণ বাঁচালেন অমিত শাহ

দিল্লির বিধানসভা নির্বাচনী প্রচারে বাবরপুর এলাকায় জনসভায় হঠাত্ই এক ব্যক্তি সিএএ বিরোধী স্লোগান দিতে শুরু করে। তা শুনে বিজেপি সমর্থকরা বেধড়ক মারধর শুরু করে দেয়

Updated By: Jan 28, 2020, 12:36 PM IST
CAA বিরোধী স্লোগান দিয়ে বেধড়ক মার পড়ুয়াকে, ত্রাতা হয়ে প্রাণ বাঁচালেন অমিত শাহ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  বিজেপির জনসভায় সিএএ বিরোধী স্লোগান! একটাও মার মাটিতে পড়েনি সমর্থকদের। চেয়ার তুলে স্লোাগানকারীকে মারতে উদ্যত হয় জনতা। তখনই ত্রাতা হয়ে দাঁড়ালেন খোদ অমিত শাহ। মঞ্চ থেকেই তিনি বলতে থাকেন, “আরে ভাই, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও।”  নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন ওই ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে।

দিল্লির বিধানসভা নির্বাচনী প্রচারে বাবরপুর এলাকায় জনসভায় হঠাত্ই এক ব্যক্তি সিএএ বিরোধী স্লোগান দিতে শুরু করে। তা শুনে বিজেপি সমর্থকরা বেধড়ক মারধর শুরু করে দেয়। বক্তৃতার মাঝেই অমতি শাহ ‘উন্মত্ত’ জনতাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন ওই ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার। তারপরই অমিত শাহ ভারত-মাতার পাল্টা স্লোগান দেন পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন- একটা গাছ, ৩৬৩ প্রাণ! প্রাণাধিক প্রিয় গাছ বাঁচাতে দেহকে দাহ নয় সমাধিস্থ করেন বিষ্ণোইরা

পরে পুলিস জানিয়েছে, বছর একুশের ওই ছাত্র অমিত শাহের সভায় এসেছিলেন সিএএ বিরোধী বিক্ষোভ দেখাতে। জনসভার নিরাপত্তা রক্ষীরা পুলিসের হাতে তুলে দেয় ওই ছাত্রকে। তাঁর কাছে কোনও পরিচয়পত্র নেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি পুলিসের।

.