হার স্বীকার করে নীতীশ-লালুকে অভিনন্দন অমিত শাহর

তাঁর রণনীতি নিয়েই বিহারে সর্বশক্তি দিয়ে কোমর বেধে নেমেছিল বিজেপি। কিন্তু সব শেষে দেখা গেল তাঁর সব স্ট্রাটেজি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পরাজিত অমিত শাহ হতাশ। হার স্বীকার করে নিয়ে বিজেপি সভাপতি বললেন, '' বিহারে নতুন সরকারের প্রতি আমাদের শুভ কামনা থাকল। আশা করি নতুন সরকার বিহারকে উন্নয়নের পথে নিয়ে যাবে। আমরা বিহারের রায়কে মাথা পেতে নিচ্ছি।''

Updated By: Nov 8, 2015, 02:34 PM IST
হার স্বীকার করে নীতীশ-লালুকে অভিনন্দন অমিত শাহর

ওয়েব ডেস্ক: তাঁর রণনীতি নিয়েই বিহারে সর্বশক্তি দিয়ে কোমর বেধে নেমেছিল বিজেপি। কিন্তু সব শেষে দেখা গেল তাঁর সব স্ট্রাটেজি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পরাজিত অমিত শাহ হতাশ। হার স্বীকার করে নিয়ে বিজেপি সভাপতি বললেন, '' বিহারে নতুন সরকারের প্রতি আমাদের শুভ কামনা থাকল। আশা করি নতুন সরকার বিহারকে উন্নয়নের পথে নিয়ে যাবে। আমরা বিহারের রায়কে মাথা পেতে নিচ্ছি।''

এরপর নীতীশ কুমার-লালুপ্রসাদ যাদবকে অভিনন্দন জানান অমিত শাহ। ফল ঘোষণার পর থেকে শাহর বাসভবনের বাইরে বিজেপি-র শীর্ষ কর্তারা ভিড় জমাতে শুরু করেন। বেলা যত বেড়েছে হতাশা বেড়েছে শাহ-র। দিল্লির পর বিহারে এত বড় পরাজয়ের পর শাহর ভূমিকা প্রশ্নের মুখে। মোদীর প্রিয় পাত্র না হলে এখন শাহকে প্রকাশ্যে সমালোচনা করতেন বিজেপি নেতারা। 

.