মোদীকে কটাক্ষ শিবসেনার, খোঁচা শত্রুঘ্ন সিনহার

বিহারে হারের দায় নিতে হবে নরেন্দ্র মোদীকে। শরিক শিবিরে থেকেই ভোটের রায় নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ শিবসেনার। টুইট করে নীতীশ কুমারকে শুভেচ্ছা জানালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। শিবসেনার দাবি, প্রধানমন্ত্রীর আক্রমাণত্মক প্রচারে আদপে দলের ক্ষতি হয়েছে।

Updated By: Nov 8, 2015, 01:49 PM IST
মোদীকে কটাক্ষ শিবসেনার, খোঁচা শত্রুঘ্ন সিনহার

ওয়েব ডেস্ক: বিহারে হারের দায় নিতে হবে নরেন্দ্র মোদীকে। শরিক শিবিরে থেকেই ভোটের রায় নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ শিবসেনার। টুইট করে নীতীশ কুমারকে শুভেচ্ছা জানালেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। শিবসেনার দাবি, প্রধানমন্ত্রীর আক্রমাণত্মক প্রচারে আদপে দলের ক্ষতি হয়েছে।

অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বললেন, ''কোনও একটা রাজ্যের ভোটের প্রচারে গিয়ে কোনও প্রধানমন্ত্রীকে এতটা আক্রমণাত্মক হতে দেখিনি। আর সেটা হলে ফলাফলটা কী হয় সেটা আশা করি মোদীজি এবার বুঝবেন।''

বিহারি বনাম বাহারির লড়াইয়ে বিহারিবাবুর অনুপস্থিতি টের পাওয়া গেছে। এই জয় বিহারবাসীর জয়, গণতন্ত্রের জয়। প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার।

 

উন্নয়ন নয়। বিহারে ভোট হয়েছে জাতপাতের বিচারে। সে কারণেই ভাল ফল করতে ব্যর্থ বিজেপি। দাবি বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের।

 

.