বিরোধী জোটকে 'সাপ-নেউল' খোঁচা অমিতের

ওডিশা, বাংলায় ক্ষমতায় এলেই আসবে বিজেপির স্বর্ণযুগ, ফের স্পষ্ট করলেন অমিত শাহ।  

Updated By: Apr 6, 2018, 06:35 PM IST
বিরোধী জোটকে 'সাপ-নেউল'  খোঁচা অমিতের

নিজস্ব প্রতিবেদন: বিজেপির প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের জোটের উদ্যোগকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। তাঁর খোঁচা, নরেন্দ্র মোদীর ভয়ে একজোট হয়েছে কুকুর-বিড়াল, সাপ-নেউল। 

২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপিকে ঠেকাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার পক্ষে বিরোধী শিবির। তৃতীয় বিকল্প গঠনের চেষ্টাও চলছে। আবার বিরোধী জোটকে একমঞ্চে আনতে চাইছে কংগ্রেসও। বিরোধী ঐক্য বিজেপির জয়ের পথে কাঁটা হতে পারে? মোদীর সেনাপতির জবাব, মোদীর ভয়ে কুকুর-বিড়াল ও সাপ-নেউল একজোট হয়েছে। এই দলগুলির আদর্শ আলাদা। এরা কীভাবে জোট করতে পারে! অমিত শাহের দাবি, ফাঁকা প্রতিশ্রুতি নয়, প্রধানমন্ত্রীর কাজের ভিত্তিতেই ভোট চাইবে বিজেপি।

তিন দশকের মধ্যে ২ সাংসদের বিজেপির আজ গোটা দেশে জোরাল উপস্থিতি। তবে অমিত শাহ আরও একবার স্পষ্ট করেছেন, এটা বিজেপির স্বর্ণযুগ নয়। ওডিশা, বাংলায় ক্ষমতায় এলেই আসবে স্বর্ণযুগ।   

আরও পড়ুন- বাঁধের বরাত চিনকে দিলে বিদ্যুত্ কিনবে না ভারত, ওলিকে বুঝিয়ে দেবেন মোদী 

.