রাজধানীতে রাজ্যের উজ্জ্বল শিল্প সম্ভাবনার পক্ষে সওয়াল অমিত মিত্রের
রাজ্যের শিল্প সম্ভাবনার উজ্জ্বল ছবি রাজধানীতে তুলে ধরলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। দিল্লিতে ৩৪তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যোগ দিতে গিয়েছিলেন শিল্পমন্ত্রী। পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। প্যাভিলিয়নের স্টলগুলির মধ্যে ৭০% শতাংশই মহিলাদের দ্বারা পরিচালিত।
দিল্লি: রাজ্যের শিল্প সম্ভাবনার উজ্জ্বল ছবি রাজধানীতে তুলে ধরলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। দিল্লিতে ৩৪তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যোগ দিতে গিয়েছিলেন শিল্পমন্ত্রী। পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। প্যাভিলিয়নের স্টলগুলির মধ্যে ৭০% শতাংশই মহিলাদের দ্বারা পরিচালিত।
এবার বাণিজ্য মেলার থিমই রাখা হয়েছে 'উইমেন অনট্রেপ্রেনরস'। রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজও প্রদর্শিত হয়েছে এই বাণিজ্য মেলায়। শিল্পমন্ত্রীর কথায় উঠে এসেছে কন্যাশ্রী প্রকল্পের কথাও। তিনি বলেন, শুধু রাজ্য কিংবা দেশেই নয়, গোটা বিশ্বে এই প্রকল্প এখন সমাদৃত।শিল্পক্ষেত্রে রাজ্য এখন সামনের সারিতে বলেও দাবি মন্ত্রীর। সম্প্রতি সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও বিশাল অঙ্কের বিনিয়োগ রাজ্যে এসেছে বলে জানিয়েছেন তিনি।