আজব ইংরাজি বাক্য! টুইট করলেন শশী থারুর

কংগ্রেস সাংসদ শশী থারুরের পাণ্ডিত্ব নিয়ে প্রশ্ন তোলার মানুষে নেহাত নেই বললেই চলে। ২০ শব্দের একটি ইংরাজি বাক্য দেখে এবার তিনি নিজেই অবাক হয়ে গেলেন। টুইটও করলেন সেই লেখাটি। সঙ্গে তিনি লিখেছেন এই লেখাটি যিনি লিখেছেন তিনি অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞাণী।

Updated By: Jan 7, 2018, 07:32 PM IST
আজব ইংরাজি বাক্য! টুইট করলেন শশী থারুর

নিজস্ব প্রতিবেদন : কংগ্রেস সাংসদ শশী থারুরের পাণ্ডিত্ব নিয়ে প্রশ্ন তোলার মানুষে নেহাত নেই বললেই চলে। ২০ শব্দের একটি ইংরাজি বাক্য দেখে এবার তিনি নিজেই অবাক হয়ে গেলেন। টুইটও করলেন সেই লেখাটি। সঙ্গে তিনি লিখেছেন এই লেখাটি যিনি লিখেছেন তিনি অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞাণী।

কী রয়েছে সেই বাক্যে?

চিকিত্সকদের হাতের লেখা নিয়ে কটাক্ষ করা হয়েছি লেখাটিতে। কিন্তু লেখাটির বিশেষত্ব রয়েছে অন্য জায়গায়। ২০ শব্দের বাক্যটির প্রথম শব্দটি এক অক্ষরের। দ্বিতীয় শব্দটি ২ অক্ষরের। তৃতীয় শব্দটি ৩ অক্ষরের। এভাবেই ২০-তম শব্দটি ২০ অক্ষরের।

থারুর টুইট করেছেন, এই বাক্যটি তাঁকে হোয়াটসঅ্যাপে রবিবার সকালে পান। সঙ্গে সঙ্গেই অদ্ভূত বিষয়টি তাঁর নজরে আসে। বাক্যটি শেয়ারও করেন টুইটারে।

সম্প্রতি শশী থারুরের একটি লেখায় ভুল ব্যাকারণের ব্যবহারের জন্য টুইটারে তাঁকে ট্রোল করেন লেখক সুহেল শেঠ।

.