মোদীর জমানায় আর্থিক নীতির সমালোচনা করে মহাজোটের সওয়াল অমর্ত্যর

বিরোধীদের মহাজোটের পক্ষে সওয়াল করলেন অমর্ত্য।  

Updated By: Jul 8, 2018, 08:13 PM IST
মোদীর জমানায় আর্থিক নীতির সমালোচনা করে মহাজোটের সওয়াল অমর্ত্যর

নিজস্ব প্রতিবেদন: দ্রুত আর্থিক বৃদ্ধির অর্থনীতি হলেও ২০১৪ সালের পর থেকে উল্টো দিকে ঝাঁপ দিয়েছে দেশ। রবিবার দিল্লিতে নিজের বই প্রকাশ মঞ্চ থেকে এভাবেই মোদী সরকারের আর্থিক নীতির সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কথায়, ''পিছনের দিকে হাঁটায় এই অঞ্চলের অর্থনীতিতে দ্বিতীয় নিকৃষ্টতম দেশ এখন ভারত। নিকৃষ্টতম হওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান।'' এই পরিস্থিতিতে মহাজোটের পক্ষেও সওয়াল করেছেন অমর্ত্য।

জিন ড্রেজের সঙ্গে নিজের লেখা বই 'An Uncertain Glory: India and its Contradiction'-এর হিন্দি সংস্করণ 'ভারত অউর উসকে বিরোধাভাসে'র প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য বলেন, '' একবার খাওয়ারের পর পরের খাবারের চিন্তা করছে মানুষ। এরপর খাব কি? স্বাস্থ্য অথবা শিক্ষা- গোটা দেশে তৈরি হয়েছে অনিশ্চয়তা।''

বিজেপি সরকারকে আক্রমণ করে অমর্ত্য সেন বলেন, ''স্বাধীনতার লড়াইয়ে কেউ হিন্দু পরিচয় নিয়ে ভাবিত ছিলেন না। কিন্তু এখন সব বদলে গিয়েছে।'' বিরোধীদের মহাজোটের পক্ষে সওয়াল করে অমর্ত্য সেন বলেন,''বর্তমান সময়ে ঐক্যবদ্ধ বিরোধীদের প্রয়োজন হয়ে পড়েছে। এটা শুধুমাত্র কোনও একজনের বিরুদ্ধে লড়াই নয়। রাহুল বা মোদীর বিরুদ্ধে নয়, বরং ভারতের জন্য এটা লড়াই।''

আরও পড়ুন- বিজেপিকে ঝুলিয়ে রেখে কৌশলী নীতীশ কুমার খোলা রাখলেন মহাজোটের দরজা

 

.