তান্ত্রিকের 'পরামর্শে' নেশাড়ু স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলল স্ত্রী!

হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে একটি গাড়ির হদিস পাওয়া ‌যায়। ওই গাড়িতেই স্বামীকে হাসপাতালে এনেছিলেন ওই রামা। সেই গাড়ির সূত্র ধরেই মহিলাকে গ্রেফতার করে পুলিস

Updated By: Mar 5, 2018, 03:44 PM IST
তান্ত্রিকের 'পরামর্শে' নেশাড়ু স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলল স্ত্রী!

নিজস্ব প্রতিবেদন: স্ত্রীর হাতে ভয়ঙ্কর পরিণতি হল নেশাড়ু স্বামীর। নেশা ছাড়ানোর জন্য কোনও চেষ্টাই বাকি রাখেননি দিল্লির গৃহবধূ কে ভি রামা। অবশেষে তান্ত্রিকের পরামর্শেই মিলল 'সামধান সূত্র'। শেষ পর্যন্ত স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেললেন ওই মহিলা।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে গত ২৬ ফেব্রুয়ারি একটি ফোন যায় পুলিসের কাছে। হাসপাতাল থেকে বলা হয়, অচৈতন্য অবস্থায় শ্রীনিবাস মূর্তি নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-'একেবারেই অপ্রত্যাশিত', হারের পর প্রথম সাক্ষাত্কারে বললেন মানিক সরকার   

ময়না তদন্তে মৃত শ্রীনিবাসের দেহে বিষ পাওয়া ‌যায়। এর পর তদন্ত শুরু করে পুলিস। দেখা ‌যায় হাসপাতালে ভুল ঠিকানা দিয়েছিল কে ভি রামা। এরপর হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে একটি গাড়ির হদিস পাওয়া ‌যায়। ওই গাড়িতেই স্বামীকে হাসপাতলে এনেছিলেন ওই রামা। সেই গাড়ির সূত্র ধরেই মহিলাকে গ্রেফতার করে পুলিস।

পুলিসের জেরায় রামা স্বীকার করেছে যে, শ্রীনিবাস মূর্তির সঙ্গে তাঁর বিয়ে 'সুখের ছিল না'। একটি বেসরকারি সংস্থায় চাকরি করা সত্বেও ১০-১২ লাখ টাকা দেনাও হয়েছিল। প্রচুর নেশাও করত মূর্তি। সবে মিলিয়ে জীবন অতিষ্ট হয়ে উঠেছিল রমার। বাধ্য হয়েই তাই তিনি তান্ত্রিকের সাহা‌য্য নেন। তিনিই বিষ দিয়ে স্বামীকে মেরে ফেলার পরামর্শ দেন।

পুলিশ অভি‌যুক্ত তান্ত্রিক শ্যাম সিং ওরফে ভগত সিংকে গ্রেফতার করেছে।
ছবি-প্রতীকী

.