Rakesh Jhunjhunwala: শেয়ারবাজারের রাজা, আকাশা এয়ারের স্রষ্টা রাকেশ ঝুনঝুনওয়ালা প্রয়াত
Rakesh Jhunjhunwala: শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শোকজ্ঞাপন করেছেন জি গ্রুপের চেয়ারম্যান তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষ চন্দ্র (Subhash Chandra)। অনেক দিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। সম্প্রতি তাঁর এয়ারলাইন্স আকাশা এয়ার (Akasa Air) আকাশে উড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হুইলচেয়ারে করে এসেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। রবিবার সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শে। নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর মৃত্যুতে শেয়ার বাজার, বাণিজ্যিক মহল এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শোকজ্ঞাপন করেছেন জি গ্রুপের চেয়ারম্যান তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষ চন্দ্র (Subhash Chandra)। অনেক দিন ধরেই তাঁর শরীর ভাল ছিল না। সম্প্রতি তাঁর এয়ারলাইন্স আকাশা এয়ার (Akasa Air) আকাশে উড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হুইলচেয়ারে করে এসেছিলেন। তখনই বোঝা যাচ্ছিল যে তাঁর শরীরটা ভাল ছিল না।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই তিনি শরীরিক সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসকরা তাঁকে সরকারি ভাবে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, "রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ছিলেন। জীবনবোধে পরিপূর্ণ ছিলেন। অর্থনৈতিক মহলে তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের উন্নয়ন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তাঁর অকাল প্রয়াণ দুঃখের। তাঁর পরিবার ও অনুাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!"
Rakesh Jhunjhunwala was indomitable. Full of life, witty and insightful, he leaves behind an indelible contribution to the financial world. He was also very passionate about India’s progress. His passing away is saddening. My condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/DR2uIiiUb7
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
His confidence and belief in India Inc. has contributed immensely to its growth. Not just one Street, but many across the Nation will miss you, forever! Rest in Peace #RakeshJhunjhunwala Om Shanti
— Subhash Chandra (@subhashchandra) August 14, 2022
জি গ্রুপের চেয়ারম্যান তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষ চন্দ্র টুইটে লিখেছেন, কেবল কোনও একটা নির্দিষ্ট ক্ষেত্র নয়, গোটা দেশ রাকেশ ঝুনঝুনওয়ালার অভাব অনুভব করবে। এই প্রবীণ বিনিয়োগকারীর দূরদৃষ্টি নিয়ে কারও মনে কোনও সন্দেহ ছিল না। যা ছিঁতেন তাই সোনা হয়ে ফলত। তাঁকে ভারতের ‘ওয়ারেন বাফে’ অথবা 'বিগ বুল' বলা হত।