ষষ্ঠ দিনেও জারি এয়ার ইন্ডিয়ার জটিলতা

ষষ্ঠ দিনেও কাটল না এয়ার ইন্ডিয়ার জটিলতা। পাইলটরা নরম হলেও ধর্মঘট চলছেই। ফলে রবিবারও হয়রান হচ্ছেন যাত্রীরা। শেষ পাওয়া খবরে এদিন অন্তত ২২টি উড়ান বাতিল করেছে বিমানসংস্থাটি। ওদিকে এয়ার ইন্ডিয়ার ১১ জন পাইলটের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ডিজিসিএ।

Updated By: May 13, 2012, 10:19 AM IST

ষষ্ঠ দিনেও কাটল না এয়ার ইন্ডিয়ার জটিলতা। পাইলটরা নরম হলেও ধর্মঘট চলছেই। ফলে রবিবারও হয়রান হচ্ছেন যাত্রীরা। শেষ পাওয়া খবরে এদিন অন্তত ২২টি উড়ান বাতিল করেছে বিমানসংস্থাটি। ওদিকে এয়ার ইন্ডিয়ার ১১ জন পাইলটের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ডিজিসিএ। ধর্মঘট না-তুললে পাইলটদের সঙ্গে কথা বলবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং।
শনিবার সমস্যা সমাধানের পথ খুঁজতে প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অজিত সিং। এর পর পাইলটদের কাজে ফেরার আবেদন জানান তিনি। বলেন, "সরকার এয়ার ইন্ডিয়ার হাল ফেরানোয় উদ্যোগী। যাত্রী ও সরকারের কথা ভেবে পাইলটদের ধর্মঘট প্রত্যাহার করা উচিত।" ধর্মঘটে যোগ দেওয়ায় ইতিমধ্যে ৭৬ জন পাইলটকে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

.