এয়ার ইন্ডিয়া পাইলটদের ধর্মঘট বুধবার ৩০ দিনে পড়ল। ধর্মঘটী পাইলটরা কাজে যোগ না দিলেও, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। যদিও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং জানিয়েছেন, ইতিমধ্যেই পাইলট ধর্মঘটে ইতি পড়ছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় লোকদল সুপ্রিমোর দাবি, বিমান সংস্থার ঘরোয়া পরিষেবা প্রায় স্বাভাবিক। আন্তর্জাতিক পরিষেবাও স্বাভাবিক হওয়ার পথে। তিনি জানিয়েছেন, ধর্মঘটী পাইলটরা কোনও শর্ত ছাড়া কাজে যোগ দিলে, তাঁদের গ্রহণ করা হবে। অন্যথায়, বিকল্প ব্যবস্থার কথাও ভেবে রাখা হয়েছে। পাইলটদের অভাব দূর করতে প্রশিক্ষণরত নতুন পাইলট নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন অজিত সিং। তবে বরখাস্ত হওয়া পাইলটদের ফিরতে হলে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে, অচলাবস্থ কাটাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে আজ সকালে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ দেখান ধর্মঘটী পাইলটদের একাংশ।

English Title: 
Air India pilots strike, 30th day
Home Title: 

পাইলট ধর্মঘটের ৩০ দিনে জট কাটার ইঙ্গিত

No
6033
Is Blog?: 
No
Section: