বঞ্চণার বিরুদ্ধে এবার অনশনে এয়ার ইন্ডিয়ার পাইলটরা
আরও অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শোষণ এবং বঞ্চণার অভিযোগ তুলে এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন পাইলটদের একাংশ। ইন্ডিয়ান পাইলটস গিল্ডের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে তাদের ১১ জন সদস্য অনশনে বসেছেন।
আরও অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শোষণ এবং বঞ্চণার অভিযোগ তুলে এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন পাইলটদের একাংশ। ইন্ডিয়ান পাইলটস গিল্ডের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে তাদের ১১ জন সদস্য অনশনে বসেছেন।
কর্মজীবনে উন্নতি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে বঞ্চণার অভিযোগ তুলেছে আইপিজি। এদিকে, এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট এদিন আটচল্লিশদিনে পড়ল। এই জটিলতার জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে ইন্ডিয়ান পাইলটস গিল্ডের স্বীকৃতি। একশো একজন পাইলটের ওপর থেকে বরখাস্তের খাঁড়া সরিয়ে নিলেই তাদের কাজে যোগ দিতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছে গিল্ড।