সবচেয়ে পুরনো যুদ্ধবিমান উড়িয়ে দৃষ্টান্ত স্থাপন বায়ুসেনা প্রধান ধানোয়ার

সহকর্মীদের উজ্জীবিত করতে একাই মিগ-21 যুদ্ধবিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান BS ধানোয়া। রাজস্থানের উতারলাইতে বায়ুসেনার একটি ঘাঁটি পরিদর্শনে যান তিনি। তখনই তিনি বায়ুসেনার সবচেয়ে পুরনো যুদ্ধবিমান উড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

Updated By: Jan 13, 2017, 02:22 PM IST
সবচেয়ে পুরনো যুদ্ধবিমান উড়িয়ে দৃষ্টান্ত স্থাপন বায়ুসেনা প্রধান ধানোয়ার

ওয়েব ডেস্ক : সহকর্মীদের উজ্জীবিত করতে একাই মিগ-21 যুদ্ধবিমান ওড়ালেন বায়ুসেনা প্রধান BS ধানোয়া। রাজস্থানের উতারলাইতে বায়ুসেনার একটি ঘাঁটি পরিদর্শনে যান তিনি। তখনই তিনি বায়ুসেনার সবচেয়ে পুরনো যুদ্ধবিমান উড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধবিমান চালানোয় বিশেষ পারদর্শী BS ধানোয়া। কার্গিল যুদ্ধেও একাধিক নৈশ-অভিযানে একই ধরনের যুদ্ধবিমান চালান তিনি। তারজন্য তাঁকে যুদ্ধ সেবা পদকে সম্মানিত করা হয়।

আরও পড়ুন, বাপুজিকে সরিয়ে মোদীজি, আরও এক বিতর্কের ইন্ধন জোগালেন প্রধানমন্ত্রী!

২০১৭-১৮ আর্থিক বর্ষে ভারতে বাড়বে বেকারত্ব, দাবি ILO-র

.