অযোধ্যা থেকে মসজিদ সরানোর প্রস্তাব দিয়ে বহিষ্কৃত এআইএমপিএলবি সদস্য
এআইএমপিএলবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাবরি মসজিদ নিয়ে তাদের পুরনো অবস্থানেই অনড় থাকবে বোর্ড।
নিজস্ব প্রতিবেদন : অযোধ্যা থেকে বাবরি মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড(এআইএমপিএলবি) থেকে বহিষ্কৃত হলেন অন্যতম সদস্য সলমন নাদভি। শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে এআইএমপিএলবি-র ২৬তম সম্মেলন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, অযোধ্যা থেকে বাবরি মসজিদ অন্যত্র সরানো হবে না। তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করার ফলেই নাদভিকে বহিষ্কার করা হল বলে রবিবার সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে।
Committee announced AIMPLB Board will continue with its old stand that Mosque cannot be gifted, sold or shifted. Because Salman Nadwi has gone against this unanimous stand, he has been expelled: Qasim Ilyas (AIMPLB member) on Salman Nadwi pic.twitter.com/VsU6GmD6e0
— ANI (@ANI) February 11, 2018
এআইএমপিএলবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাবরি মসজিদ নিয়ে তাদের পুরনো অবস্থানেই অনড় থাকবে বোর্ড। সংগঠনের পক্ষে কাসিম ইলিয়াস বলেন, বাবরি মসজিদের জমি অযোধ্যার বদলে অন্যত্র নিয়ে গেলে তা মানা হবে না বা ওই জমি কারওকে দান করে দেওয়ার মতো কোনও আইনি সঙ্কুলান নেই। তাই বাবরি মসজিদ হবে অযোধ্যাতেই।
There is scope in Shariyat for shifting the Mosque. I am talking about Hindu-Muslim unity & solving this issue. I will be meeting saints in Ayodhya & also have discussion with Hindu brothers from across India: Salman Nadvi who was expelled by AIPLMB pic.twitter.com/DKi4vcyTvr
— ANI (@ANI) February 11, 2018
অন্যদিকে নাদভির দাবি, ইসলামে বলা আছে প্রয়োজনে মসজিদের জমি অন্যত্র স্থানান্তরিত করা যেতে পারে। তিনি আরও বলেন, দুই ধর্মের মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে অযোধ্যা সমস্যার সমাধান করা সম্ভব। তাঁর এই মন্তব্যে বিরোধিতার ঝড় ওঠে এআইএমপিএলবি-র সম্মেলনে।
আরও পড়ুন- পুষ্পা স্পর্শে ভাষা পাচ্ছে অন্ধকারের স্বপ্ন