তামিলনাড়ুতে আজ যেন 'জয়ললিতা দিবস', কাল শপথ আন্নার

তামিলনাড়ুর মসনদে আবারও বসতে চলেছেন জয়ললিতা। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন পনিরসেলভম। আজ সকালে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল কে রোসাইয়া। একই সঙ্গে জয়ললিতাকে সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

Updated By: May 22, 2015, 02:40 PM IST
তামিলনাড়ুতে আজ যেন 'জয়ললিতা দিবস', কাল শপথ আন্নার

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর মসনদে আবারও বসতে চলেছেন জয়ললিতা। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন পনিরসেলভম। আজ সকালে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল কে রোসাইয়া। একই সঙ্গে জয়ললিতাকে সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১১ মে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় জয়ললিতাকে বেকসুর খালাস করেছে কর্নাটক হাইকোর্ট।  রায়ের পর আর মুখ্যমন্ত্রী হতে বাধা ছিল না জয়ললিতার। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ছমাসের মধ্যে ফের ভোটে জিতে আসতে হবে তাঁকে। গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জয়া।

২০১৬ সালে নির্বাচন তামিলনাড়ুতে। জনভিত্তির বিচারে অনেকটা এগিয়ে জয়ললিতার দল এআইএডিএমকে।

.