ভোটের আগে আজ দেশের সব রাজনৈতিক দল এক টেবিলে

আসন্ন লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাসে যাতে ব্যাঘাত না ঘটানো হয় সেই আবদেনই আজ রাখতে চলেছে কেন্দ্র সরকার। ভোটের আগে শেষ অধিবেশনে কিছুটা হলেও মুখরক্ষায় নামতে চাইছে কেন্দ্র। বিরোধীদের সাহায্য না পেলে যা অসম্ভব হয়ে দাঁড়াবে।

Updated By: Feb 3, 2014, 10:53 AM IST

আসন্ন লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের ডাকে আজ সর্বদলীয় বৈঠক। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাসে যাতে ব্যাঘাত না ঘটানো হয় সেই আবদেনই আজ রাখতে চলেছে কেন্দ্র সরকার। ভোটের আগে শেষ অধিবেশনে কিছুটা হলেও মুখরক্ষায় নামতে চাইছে কেন্দ্র। বিরোধীদের সাহায্য না পেলে যা অসম্ভব হয়ে দাঁড়াবে।

সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ জানান, দুর্নীতি বিরোধী বিল সহ বেশ কয়েকটি বিল পাসের জন্য আজ এই সর্বদলীয় বৈঠক বসছে। লোকসভা ভোটের আগে শেষ অধিবেশনের বসছে ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তার আগে কেন্দ্র তত্‍পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নেওয়ার। বেশ চাপে থাকা কংগ্রেস এই অধিবেশন থেকে লাইফলাইন পেতে মরিয়া। স্বাভাবিকভাবেই শাসক দলকে জমি ছাড়তে নারাজ বিরোধীরা।

.