দলে মেয়েদের মানুষ বলে মনে করা হয় না, অভিযোগ তুলে আপ ছাড়লেন অন্যতম প্রতিষ্ঠাতা মধু ভাদুরি
লোকসভা ভোটের আগে ফের বিতর্কে আম আদমি পার্টি। দলীয় নীতিতে চরম বৈষম্যের অভিযোগ তুলে দল থেকেই সরে
লোকসভা ভোটের আগে ফের বিতর্কে আম আদমি পার্টি। দলীয় নীতিতে চরম বৈষম্যের অভিযোগ তুলে দল থেকেই সরে দাঁড়িয়েছেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মধুর ভাদুড়ি। মধুর অভিযোগ, আপে মহিলাদের কোনও সম্মান নেই।
একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আম আদমি পার্টির বিদেশ নীতি কমিটির সদস্য মধু ভাদুরি জানিয়েছেন `` আমার সমস্যা শুধু মানবিকতা নিয়ে। এই দলে মহিলাদের মানুষ বলেই মনে করা হয় না। আপ-এর মানসিকতা খাপ পঞ্চায়েতের মত। মহিলাদের কোনও স্থান নেই সেখানে। যদি অনান্য মহিলা সদস্যদের বিন্দুমাত্র আত্মসম্মান থাকে তাঁদেরও দল ছেড়ে আসাই উচিত।``
সম্প্রতি আইনমন্ত্রী সোমনাথ ভারতী যেভাবে নাইজেরিয় মহিলাদের বাড়িতে হামলা চালিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে মধু ভাদুড়ি দলীয় নীতিকে আক্রমণ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে রবিবার কেজরিওয়াল সরকারকে প্রতিশ্রুতিপূরণের জন্য আটচল্লিশ ঘণ্টা সময় দিয়েছেন আপের বহিষ্কৃত বিধায়ক বিনোদ কুমার বিন্নি।