সফল হল অগ্নি ফাইভের পরীক্ষামূলক উৎক্ষেপণ
পরমাণু অস্ত্র বহনে সক্ষম পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল DRDO। আজ সকালে ওড়িশার হুইলার দ্বীপে একটি চলমান প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্রটির উত্ক্ষেপণ করা হয়।
ভুবনেশ্বর: পরমাণু অস্ত্র বহনে সক্ষম পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল DRDO। আজ সকালে ওড়িশার হুইলার দ্বীপে একটি চলমান প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্রটির উত্ক্ষেপণ করা হয়।
অগ্নি ফাইভ দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, স্থায়ী লঞ্চিং প্যাড ছাড়াই যে কোনও জায়গা থেকে খুব কম সময়ের প্রস্তুতিতে অগ্নি ফাইভের উত্ক্ষেপণ করা যায়। ফলে, উত্ক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটির
অন্য দেশের নজরদারিতে চলে আসার আশঙ্কা অনেক কম। দেশকে নতুন একটি ICBM উপহার দেওয়ার জন্য DRDO-র গবেষকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।