ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সাংসদদের বৈঠকে গলা বুজে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদী বলেন, ‘গরিবদের কথা ভেবেই তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত। কিন্তু, বিরোধীরা এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।‘দলের সাংসদদের কাছে মোদীর আর্জি, নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের সুবিধার কথা আম জনতাকে জানাতে হবে।

Updated By: Nov 22, 2016, 03:55 PM IST
ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সাংসদদের বৈঠকে গলা বুজে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদী বলেন, ‘গরিবদের কথা ভেবেই তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত। কিন্তু, বিরোধীরা এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।‘দলের সাংসদদের কাছে মোদীর আর্জি, নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের সুবিধার কথা আম জনতাকে জানাতে হবে।

আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ!

কালো টাকার লেনদেন রুখতেই যে নোট বাতিল তা বোঝাতে হবে মানুষকে। সেটা যে একা তিনি করতে পারবেন না, করতে হবে দলের সবাইকে। উপরের স্তরের নেতা থেকে নিচের তলার নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করার কথাও বলেন তিনি।

আরও পড়ুন  লজ্জার মুকুট উঠল কলকাতা শহরের মাথায়!

.