অসম সফরে আডবাণী
অসমে অশান্তির মূল কারণ হল বাংলাদেশে থেকে অনুপ্রবেশ। আজ গুয়াহাটি এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্যই শান্তি বিঘ্নিত হচ্ছে অসমে।
অসমে অশান্তির মূল কারণ হল বাংলাদেশে থেকে অনুপ্রবেশ। আজ গুয়াহাটি এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্যই শান্তি বিঘ্নিত হচ্ছে অসমে। রাজ্যসরকার বিষয়টির দিকে নজর না দেওয়ায় হিংসা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন গান্ধীনগরের সাংসদ।
সংঘর্ষ কবলিত অসমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে, দু`দিনের সফরে গতকাল গুয়াহাটি এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। সম্প্রতি অসমের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকায় গোষ্ঠী-সংঘর্ষ বাধার সময় কেন্দ্র সময়মতো সেনা-সাহায্য পাঠায়নি বলে অভিযোগ করেছিলেন। এদিন কেন্দ্রকে দোষারোপের পাশাপাশি দাঙ্গায় সময় কোকড়াঝাড়ে পর্যাপ্ত পুলিস বাহিনী না থাকায় রাজ্য সরকারকেও নিশানা করেন আডবাণী।