গরুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ! যোগীর রাজ্যে বরখাস্ত ৮ সরকারি কর্তা

ঘটনায় জেলা শাসক-সহ তিন আধিকারিককে শো-কজ করা হয়েছে।

Updated By: Jul 15, 2019, 09:52 AM IST
গরুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ! যোগীর রাজ্যে বরখাস্ত ৮ সরকারি কর্তা

নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহে একটি সরকারি অস্থায়ি গোশালায় ৩৫টি গরু মারা যাওয়ার ঘটনায় রাজ্যের ৮ সরকারি কর্তাকে বরখাস্ত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় শো-কজ করা হয়েছে রাজ্যের আরও তিন উচ্চ পদস্থ কর্তাকে।

গত সপ্তাহে উত্তরপ্রদেশের কনৌজ জেলায় অনাহারে মারা গিয়েছে প্রায় এক ডজন গরু। এর পরই প্রয়াগরাজের একটি অস্থায়ি গোশালায় মারা গিয়েছে প্রায় ৩৫টি গরু। এর পরই গবাদিপশুদের প্রতি অযত্ন, কাজে গাফিলতির দায়ে রাজ্যের ৮ সরকারি কর্তাকে বরখাস্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই ঘটনায় জেলা শাসক-সহ তিন আধিকারিককে শো-কজ করা হয়েছে।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ধসে বিল্ডিং ভেঙে মৃত্যু ৬ জওয়ানের, আটকে আরও অনেক

কী ভাবে এক সপ্তাহের মধ্যে এতগুলি গবাদি পশুর মৃত্যু হল, রবিবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা শাসককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদিত্যনাথ। জেলা শাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, বাজ পড়েই এই গরুগুলি মারা গিয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, প্রয়োজনে পশুপালন আইন এবং পশু সুরক্ষা আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

.