প্রদীপ জৈন হত্যা মামলায় যাবজ্জীবন আবু সালেমের

ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ টাডা আদালত। ১৯৯৫ সালের ৭ মার্চ জুহুর বাড়ির সামনে খুন হন ব্যবসায়ী প্রদীপ জৈন। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের বিশেষ টাডা আদালত, আবু সালেম সহ মোট তিনজনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে। ৪৭ বছরের আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।

Updated By: Feb 25, 2015, 04:09 PM IST
প্রদীপ জৈন হত্যা মামলায় যাবজ্জীবন আবু সালেমের

ওয়েব ডেস্ক: ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ টাডা আদালত। ১৯৯৫ সালের ৭ মার্চ জুহুর বাড়ির সামনে খুন হন ব্যবসায়ী প্রদীপ জৈন। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের বিশেষ টাডা আদালত, আবু সালেম সহ মোট তিনজনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে। ৪৭ বছরের আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের একসময়কার ঘনিষ্ঠ সঙ্গী আবু সালেম। দীর্ঘ কূটনৈতিক জটিলতার পর তাকে ভারতের হাতে তুলে দেয় পর্তুগাল সরকার। প্রত্যর্পণের শর্ত অনুযায়ী, খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে মৃত্যদণ্ড দেওয়া যাবে না। এই মর্মেই আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। সালেম, হাসান ও ঝম্বের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলছে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক ভিএ সনপ শাস্তির আদেশ দেবেন।

 

.