আড়াই ঘণ্টা কলকাতা বিমান বন্দরে আটকে পড়লেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত!
টেক অফের আগে বিমানের ইঞ্জিনে গোলযোগ। দিল্লি যাওয়ার পথে আড়াই ঘণ্টা কলকাতা বিমান বন্দরে আটকে পড়লেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত। ভারক -পাক ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন তিনি। ইডেনে বসে ম্যাচও দেখেন। কিন্তু ফেরার সময় বিপত্তি। আজ সন্ধে ছটা নাগাদ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে দিল্লি ফিরছিলেন তিনি। টেক অফের আগে বিমানের ডান দিকে ইঞ্জিনে সমস্যা নজরে আসে। আটকে পড়েন বিমানের দুশো আটত্রিশজন যাত্রী। প্রায় আড়াই ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে বাসিত সহ আরও বাহান্ন জনের দিল্লি যাওয়ার ব্যবস্থা করা হয়।
ওয়েব ডেস্ক: টেক অফের আগে বিমানের ইঞ্জিনে গোলযোগ। দিল্লি যাওয়ার পথে আড়াই ঘণ্টা কলকাতা বিমান বন্দরে আটকে পড়লেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত। ভারক -পাক ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন তিনি। ইডেনে বসে ম্যাচও দেখেন। কিন্তু ফেরার সময় বিপত্তি। আজ সন্ধে ছটা নাগাদ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে দিল্লি ফিরছিলেন তিনি। টেক অফের আগে বিমানের ডান দিকে ইঞ্জিনে সমস্যা নজরে আসে। আটকে পড়েন বিমানের দুশো আটত্রিশজন যাত্রী। প্রায় আড়াই ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে বাসিত সহ আরও বাহান্ন জনের দিল্লি যাওয়ার ব্যবস্থা করা হয়।