তলোয়ার দম্পতির বিরুদ্ধে শুনানি শুরু হবে ১১ মে

আরুষি-হেমরাজ হত্যা মামলায় আরুষির বাবা রাজেশ তলোয়ার ও মা নূপুর তলোয়ারের বিরুদ্ধে আগামী ১১ মে বিচার শুরু হবে গাজিয়াবাদ দায়রা আদালতে। বুধবার তলোয়ার দম্পতির আবেদন খারিজ করে এই ঘোষণা করে গাজিয়াবাদের বিশেষ আদালত।

Updated By: May 9, 2012, 01:10 PM IST

আরুষি-হেমরাজ হত্যা মামলায় আরুষির বাবা রাজেশ তলোয়ার ও মা নূপুর তলোয়ারের বিরুদ্ধে আগামী ১১ মে বিচার শুরু হবে গাজিয়াবাদ দায়রা আদালতে। বুধবার তলোয়ার দম্পতির আবেদন খারিজ করে এই ঘোষণা করে গাজিয়াবাদের বিশেষ আদালত।
তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে আরও তথ্য প্রমাণের পেশের দাবিতে আদালতে আবেদন করেছিলেন তলোয়ার দম্পতি। এদিন সেই আবেদন খারিজ করে দেয় গাজিয়াবাদের বিশেষ আদালত। অন্যদিকে, আরুষি মামলায় নূপুর তলোয়ারের জামিনের আবেদনের শুনানি এদিন বিকেল পর্যন্ত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সকালে শুনানি শুরুর কথা থাকলেও শেষপর্যন্ত তা বিকেল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ২০০৮-এর মে মাসে নয়ডার একটি ফ্ল্যাটে ১৪ বছরের আরুষির দেহ উদ্ধার হয়। তার কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় বাড়ির পরিচারক হেমরাজের দেহ। এই জোড়া খুনের মামলায় আরুষির বাবা রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার জড়িত রয়েছে বলে অভিযোগ করে সিবিআই।

.