আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অগ্নিপরীক্ষায় আম আদমিরা

দিল্লিতে অগ্নিপরীক্ষার সামনে আম আদমি পার্টি। আজ দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কেজরিওয়াল সরকারকে। কংগ্রেসের প্রকাশ্যে আশ্বাস, আপ-এর পাশেই আছেন তাঁরা। তবে সমর্থনের প্রশ্নে দল যে দ্বিধাবিভক্ত একথা মেনে নিয়েছেন কংগ্রেস শীর্ষনেতারাও। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ক্রস ভোটিংয়ের সম্ভাবনা।

Updated By: Jan 2, 2014, 10:55 AM IST

দিল্লিতে অগ্নিপরীক্ষার সামনে আম আদমি পার্টি। আজ দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কেজরিওয়াল সরকারকে। কংগ্রেসের প্রকাশ্যে আশ্বাস, আপ-এর পাশেই আছেন তাঁরা। তবে সমর্থনের প্রশ্নে দল যে দ্বিধাবিভক্ত একথা মেনে নিয়েছেন কংগ্রেস শীর্ষনেতারাও। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ক্রস ভোটিংয়ের সম্ভাবনা।

বুধবার থেকে শুরু হল দিল্লি বিধানসভার অধিবেশন। সরকারের ভবিষ্যত নির্ভর করছে বৃহস্পতিবারের আস্থা ভোটের ফলাফলের ওপর। আম আদমি পার্টির আঠাশ এবং কংগ্রেসের আট, সবমিলিয়ে সরকারের হাতে রয়েছে ছত্রিশ জন বিধায়কের সমর্থন। সত্তর আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এই সংখ্যা যথেষ্ট। তবে কংগ্রেসের আট বিধায়কই আপ-এর সরকারের পক্ষে ভোট দেবেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেজরিওয়ালদের সমর্থনের প্রশ্নে কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব নতুন নয়। একথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন দলের শীর্ষ নেতারাও। শেষপর্যন্ত এর প্রভাব আস্থা ভোটে কতটা পড়বে বা আদৌ পড়বে কি?

বুধবার বিধানসভায় শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আপ-এর বিধায়করা। শরীর খারাপ, চিকিত্‍সকরা কমপ্লিট বেড রেস্টের কথা বললেও, এদিন বিধানসভায় হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত জল, অর্ধেক দামে বিদ্যুত। ইতিমধ্যেই এই দুই প্রতিশ্রুতি পালন করেছেন কেজরিওয়াল। সরকারের এই পারফরমেন্সে কি চাপে কংগ্রেস? সমর্থন দিলে, দিল্লিতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর সমর্থন তুলে নিলে, জনমত বিপক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আবার ভোট, দিল্লিবাসীর কাছে জবাবদিহি। এই চাপকেই কাজে লাগাতে চাইছে আপ-ও।

সরকারের ভাগ্য এখনও আস্থা ভোটের সুতোয় ঝুলে থাকলেও, মাথা ঘামাতে নারাজ আপ। মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কেজরিওয়াল নিজে গিয়েছিলেন মেট্রোয় চেপে। দলের নেতারাই বা কম যাবেন কেন? একজন তো অটোকেই ঘর-দফতর বানিয়ে বসেছেন।

মন্ত্রী-বিধায়ক হয়েও আম-আদমির নেতারা থাকতে চাইছেন আম আদমি হয়েই।

.