কুলুতে বাস উলটে খাদে, নিহত একাধিক পড়ুয়া-সহ ১৬
কুলুর জেলা শাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। জেলার আধিকারিকরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের কুলুতে সোমবার সকালে একটি বেসরকারি বাস খাদে পড়ে স্কুলছাত্রসহ ১৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গাড়ির ছবিতে দেখা গিয়েছে গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়িটি।
কুলুর জেলা শাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। জেলার আধিকারিকরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল বলে আধিকারিকরা জানিয়েছেন।
Himachal Pradesh | 10 dead after a private bus rolled off a cliff in Jangla area of Sainj valley on Neoli-Shansher road of Kullu district. Injured being shifted to Local hospitals, teams from Kullu moved to spot: DC Kullu Ashutosh Garg pic.twitter.com/iJ06mN1SEF
— ANI (@ANI) July 4, 2022
আরও পড়ুন: IndiGo-Air India: এয়ার ইন্ডিয়ার ইন্টারভিউ দিতে ব্যস্ত কর্মীরা, ব্যাহত ইন্ডিগোর পরিষেবা
প্রায় ১০ দিন আগে সিমলা জেলায় একটি পিকআপ গাড়ি খাদে পড়ে ২৮ জন আহত হয়। এদের মধ্যে নয় জন গুরুতর আহত হন। তাদেরকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। থিওগের কাছে বুগারো নুল্লার কাছে খাদে পড়ে যায় গাড়িটি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)