মত এক হলেও পথ আলাদা আন্না-কেজরিওয়ালের

আর কোনও রাখঢাক নয়। গুরু-শিষ্যের সম্পর্ক এখন কার্যত দাঁড়িয়ে খাদের কিনারায়। রামলীলা ময়দানের আন্দোলনের জন্য তোলা টাকা খরচ নিয়ে বিতণ্ডা তুঙ্গে। গত ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কেজরিওয়ালের ওপর যথেষ্ঠই ক্ষুব্ধ আন্না হাজারে। আজ অবশ্য ফাটল ঢাকতে তিনি বলছেন, কেজরিওয়ালের সঙ্গে কোনও বিবাদ নেই তাঁর। দিল্লি ভোটের আগে এই বিতর্কের ফয়দা তুলতে তত্‍পর বিজেপি ও কংগ্রেস । 

Updated By: Nov 20, 2013, 08:54 PM IST

আর কোনও রাখঢাক নয়। গুরু-শিষ্যের সম্পর্ক এখন কার্যত দাঁড়িয়ে খাদের কিনারায়। রামলীলা ময়দানের আন্দোলনের জন্য তোলা টাকা খরচ নিয়ে বিতণ্ডা তুঙ্গে। গত ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কেজরিওয়ালের ওপর যথেষ্ঠই ক্ষুব্ধ আন্না হাজারে। আজ অবশ্য ফাটল ঢাকতে তিনি বলছেন, কেজরিওয়ালের সঙ্গে কোনও বিবাদ নেই তাঁর। দিল্লি ভোটের আগে এই বিতর্কের ফয়দা তুলতে তত্‍পর বিজেপি ও কংগ্রেস । 
একসময় এভাবেই আন্নার পাশে কার্যত ছায়ার মতো দেখা যেত অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির রামলীলা ময়দান তখন লোকপাল বিল আনার আন্দোলনে সরগরম। কিন্তু, গুরু-শিষ্যের সেই সম্পর্কেই এখন পাকাপাকিভাবে ধরেছে ফাটল।
 
ফাটলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটি ভিডিও ফুটেজ। আর এই ফাটল সামনে আসতেই বেজায় চাপে পড়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কারণ সামনেই দিল্লির বিধানসভা ভোট। আম আদমি পার্টির হয়ে ময়দানে তিনি। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলেও নেমে পড়েছেন কেজরিওয়াল। বলেছেন, সবটাই রাজনৈতিক চক্রান্ত। একই সঙ্গে, নিজের গা থেকে দুর্নীতির কালি মুছতে কেজরিওয়াল জানিয়েছেন, প্রচারে কোনওভাবেই আন্নার নাম ব্যবহার করবেন না তিনি।
 
ফাটলটা যে এক্কেবারে স্পষ্ট, তা বুঝতে পেরেছেন আন্নাও। তাই বুধবার ময়দানে নেমে পড়েছেন তিনিও। বলেছেন, কেজরিওয়ালকে কস্মিনকালেও দুর্নীতিগ্রস্ত বলেননি তিনি।
 
দুর্নীতি ইস্যুতে কংগ্রেস বা বিজেপি। একসময় কাউকেই রেয়াত করে কথা বলেননি অরবিন্দ কেজরিওয়াল। তাই দিল্লি ভোটের আগে আন্না-কেজরিওয়াল দ্বৈরথ থেকে ফয়দা তুলতে কোনও কসুরই করছে না কংগ্রেস এবং বিজেপি।
 
গতিক ভালো নয় বুঝে চক্রান্তের তত্ত্বকে ঢাল করে সেফ প্যাসেজ খুঁজছে আম আদমি পার্টি। আর সেই তত্ত্বকে খাড়া করতে বিস্ফোরক ভিডিও ফুটেজের সত্যতা নিয়েই এবার প্রশ্ন তুলছেন কেজরিওয়ালরা। কিন্তু, তাতেও কি পলস্তরা পড়বে সম্পর্কের ফাটলে?

.