হ্যাঙ্গারে ফোন! এভাবেও অনলাইন ক্লাস হয়, দেখালেন রসায়নের শিক্ষিকা মৌমিতা

 তিনি লিখেছেন "আমার কাছে ট্রাইপড ছিল না তাই আমি এই উপায়ে অনলাইন ক্লাস নিচ্ছি।"

Updated By: Jun 10, 2020, 02:17 PM IST
হ্যাঙ্গারে ফোন! এভাবেও অনলাইন ক্লাস হয়, দেখালেন রসায়নের শিক্ষিকা মৌমিতা

নিজস্ব প্রতিবেদন: ইচ্ছে থাকলে উপায় হয়। সারা দেশ জুড়ে বন্ধ স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। অগত্যা অনলাইন পড়াশোনাই ভরসা। কিন্তু ম্যাডাম ফোনটা রাখবেন কোথায়? বাড়িতে তো ট্রাইপড নেই। ফন্দি এঁটে সে সমস্যারও সমাধান বার করেছেন পুনের রসায়ন শিক্ষিকা মৌমিতা।

 

কাপড়ের হ্যাঙ্গারে উপর থেকে দড়ি দিয়ে ঝুলছে। নিচেও একটি প্লাস্টিকের চেয়ারে  দড়ি দিয়ে আঁটোসাটো করে বাঁধা রয়েছে। মাঝখানে বাঁধা ফোন। আর মৌমিতা ম্যাডাম বোর্ডে ক্লাস নিচ্ছেন। পড়াশোনা তো আর বন্ধ রাখা যায় না। তাই ফোন স্ট্যান্ড করতে না পারার এই সমস্যাকে বুদ্ধি করে তুড়ি মেরে দূর করেছেন মৌমিতা। নিজেই সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন "আমার কাছে ট্রাইপড ছিল না তাই আমি এই উপায়ে অনলাইন ক্লাস নিচ্ছি।" আর সেই ভিডিয়োর স্ক্রিনশট এখন ভাইরাল।

 

আরও পড়ুন:"কোভিড সে আজ পুরা দেশ লড় রহা হে..." ফোনে কে বলেন জানেন?

টুইটারে সেই ছবি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, এই ছবি আমার দিনটা ভালো করে দিল। কেউ বা লিখেছেন, একনিষ্ঠতাকে সম্মান জানাই। সব মিলিয়ে মৌমিতার এই টোটকা ও তাঁর পড়ানোর ইচ্ছেকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

.