ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ কবাডি খেলোয়াড়ের
ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ন'জন কবাডি খেলোয়াড়ের। ওড়িশার সুন্দরগড় জেলার সুয়ারাপল্লি গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। রাউরকেল্লা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুয়ারাপল্লী গ্রামের ওপর দিয়ে খেলোয়াড়দের নিয়ে মিনিট্রাক যাওয়ার সময় সেতু ভেঙে নীচে পড়ে যায় সেটি। এরপরই শোনা যায় 'বাঁচাও বাঁচাও' বলে চিত্কার।
ওয়েব ডেস্ক: ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ন'জন কবাডি খেলোয়াড়ের। ওড়িশার সুন্দরগড় জেলার সুয়ারাপল্লি গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। রাউরকেল্লা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুয়ারাপল্লী গ্রামের ওপর দিয়ে খেলোয়াড়দের নিয়ে মিনিট্রাক যাওয়ার সময় সেতু ভেঙে নীচে পড়ে যায় সেটি। এরপরই শোনা যায় 'বাঁচাও বাঁচাও' বলে চিত্কার।
পুলিস সূত্রে খবর, এক কবাডি টুর্নামেন্টে অংশ নিতে সেন্ধাপুর গ্রাম থেকে খেলোয়াড়দের দলটি যাচ্ছিল ধুঁদিগাওতে। দুঘর্টনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে এগিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরে হাসপাতালে মৃত্যু হয় ছয় জনের।