জানুয়ারি ১৫ পর্যন্ত বাতিল ৭৮টি ট্রেন

Updated By: Dec 19, 2016, 09:14 PM IST
জানুয়ারি ১৫ পর্যন্ত বাতিল ৭৮টি  ট্রেন

ওয়েব ডেস্ক: ঘন কুয়াশায় স্তব্ধ রেল। আগামী বছর ১৫ জানুয়ারি পর্যন্ত বাতিল ৭৮টি ট্রেন। এই কয়েকদিন উত্তর ভারতের সঙ্গে গোটা রেল যোগাযোগ থমকে যেতে পারে বলেই আশঙ্কা করছে রেল বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই গোটা বিষয়ের বিবরণ দিয়ে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা আগাম সতর্কতা জানিয়েছে, ঘোষণাও করেছে সেই সব ট্রেনের নাম যেগুলো ১৫ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। এদের মধ্যে রয়েছে- শিয়ালদহ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, বেগমপুর এক্সপ্রেস, গোরখপুর এক্সপ্রেস (উইকলি), লখনউ ডবল-ডেকার এক্সপ্রেস, জ্যপুর-চণ্ডীগড় এক্সপ্রেস, চন্ডিগড়-অমৃতসর এক্সপ্রেস, বারাণসী-দেরাদুন এক্সপ্রেস।   আরও পড়ুন- ট্রেনের কামরার কেমন হলে ভালো হয়? ডিজাইন করুন আর ১২ লক্ষ টাকা পুরস্কার জিতুন 

.