মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭০ শতাংশ, মিজোরামে ৮১ শতাংশ

মধ্যপ্রদেশে ভোটের বলি হলেন একজন। সুমাভলি কেন্দ্রে বুথের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। জখম হয়েছেন আরও একজন। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়েই মধ্যপ্রদেশে ভোটগ্রহণ পর্ব মিটল। ভোট পড়েছে সত্তর শতাংশ।

Updated By: Nov 25, 2013, 11:45 PM IST

মধ্যপ্রদেশে ভোটের বলি হলেন একজন। সুমাভলি কেন্দ্রে বুথের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। জখম হয়েছেন আরও একজন। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়েই মধ্যপ্রদেশে ভোটগ্রহণ পর্ব মিটল। ভোট পড়েছে সত্তর শতাংশ।  
মধ্যপ্রদেশ বিধানসভায় রয়েছে দুশো তিরিশটি আসন।  ২০০৩ সাল থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারও তারা সরকার গড়লে টানা তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন শিবরাজ সিং চৌহ্বান। ভোটগ্রহণ শেষে কংগ্রেসের দাবি, অন্তত একশো চল্লিশটি কেন্দ্রে জয়ী হয়ে সরকার গঠন করবে তারাই।  
মিজোরাম  বিধানসভার  চল্লিশটি  আসনের জন্যও আজ ভোট নেওয়া হয়। ভোট পড়েছে একাশি শতাংশ। উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে মিজো ন্যাশনাল ফ্রন্টের দ্বিমুখী লড়াই।

.