তাওয়াঘটে মেঘভাঙা বৃষ্টি, জলের স্রোতে ভেসে গেলেন ৬ জওয়ান

Updated By: Aug 14, 2017, 04:31 PM IST
তাওয়াঘটে মেঘভাঙা বৃষ্টি, জলের স্রোতে ভেসে গেলেন ৬ জওয়ান

ওয়েব ডেস্ক : মেঘভাঙা বৃষ্টির জেরে নিখোঁজ হয়ে গেলেন সেনা বহিনীর ৬ জওয়ান। উত্তরাখন্ডের তাওয়াঘাট থেকেই ওই ৬ সেনা জওয়ান নিখোঁজ হয়ে যান। ৬ জওয়ানের পাশাপাশি বেশ কিছু গাড়িও জলের স্রোতে ভসে যায়। সেগুলির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

জানা যাচ্ছে, তাওয়াঘাটের মাংটি নুল্লায় প্রথম মেঘভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটে। জোর বৃষ্টির জেরে ভেসে যায় সেখানকার একটি সেনা ছাউনি। শুধু সেনা ছাউনিই নয়, মেঘভাঙা বৃষ্টির জেরে ওই অঞ্চলের বেশ কিছু দোকানপাটও ভেসে যায় বলে খবর।

পিথোরাগড়ের জেলাশাসক জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় হতে পারে, সেই আশঙ্কা আগে থেকেই ছিল। ফলে, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে হাজির হন সেনা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা। তবে সেনা জওয়ানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও বেশ কয়েকজনের খোঁজ মিলছে না বলে খবর।

নুল্লার পর মালপাতেও মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় দেখা দেয়। সেখানে জলের স্রোতে ৪ জনের ভেসে যাওয়ার খবর মিলেছে। মালপা থেকে ভেসে যাওয়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর।

.