ভোটের গুজরাটে উদ্ধার ৫০ কোটির বাতিল নোট
ভোটের গুজরাটে উদ্ধার হল বিশাল অঙ্কের বাতিল নোট। শনিবার গুজরাটের ভারুচ থেকে প্রায় ৫০ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা বিভাগ। বাতিল নোটের মধ্যে ৫০০ ও ১০০০, দুরকম নোটই রয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ভোটের গুজরাটে উদ্ধার হল বিশাল অঙ্কের বাতিল নোট। শনিবার গুজরাটের ভারুচ থেকে প্রায় ৫০ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা বিভাগ। বাতিল নোটের মধ্যে ৫০০ ও ১০০০, দুরকম নোটই রয়েছে।
রাজস্ব গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে ভারুচের এক অফিসে হানা দেন তদন্তকারী অফিসাররা। তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিশাল অঙ্কের বাতিল নোট। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, বিমানে শ্লীলতাহানির শিকার 'দঙ্গল কন্যা' জায়রা ওয়াসিম
প্রসঙ্গত, শনিবারই গুজরাটে ছিল প্রথম দফার ভোট। গতকাল ভারুচেও ভোটগ্রহণ হয়। ভোটের গুজরাটে এই ঘটনায় দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা।