বেঙ্গালুরু: গভীর রাতে পানশালায় আগুন, ঘুমের ঘোরেই মৃত্যু ৫ কর্মীর

নতুন বছরের শুরুতেই মুম্বইয়ের ভয়াবহ আগুনের খবর শিরোনামে এসছিল। বাণিজ্যনগরীর কমলা মিলস কমপাউন্ডে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। মৃতদের মধ্যে ১১ জনই ছিল মহিলা। এবার ফের শিরোনামে বেঙ্গালুরুর পানশালার ঘটনা। শীতের রাতে ঘুমের ঘোরেই আগুনে পুড়ে মৃত্যু হল এক যুবতী সহ ৫ কর্মীর। 

Updated By: Jan 8, 2018, 01:52 PM IST
বেঙ্গালুরু: গভীর রাতে পানশালায় আগুন, ঘুমের ঘোরেই মৃত্যু ৫ কর্মীর

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর পানশালায় গভীর রাতে ভয়াবহ আগুনে মৃত্যু হল ৫ জনের। আগুনে পুড়ে যাওয়া দেহ শনাক্তকরণের পর পুলিস জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছে ২৪ বছর বয়সী একজন যুবতীও। মৃত ২৩ বছর বয়সী স্বামী, ২০ বছর বয়সী প্রসাদ, ৪৫ বছর বয়সী মঞ্জুনাথ এবং ৩৫ বছর বয়সী মহেশ-এরা সবাই বেঙ্গালুরুর ওই কৈলাস পানশালায় কর্মরত ছিলেন। আগুন লাগার সময় পানশালার সব কর্মীই ঘুমিয়ে ছিলেন বলে অনুমান পুলিসের। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, সোমবার রাত ২.৩০টে নাগাদ পানশালা থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখে যায়। এরপর ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলেই সংবাদ সংস্থা সূত্রের খবর। 

আরও পড়ুন- একদিন ঠিকই ভাঙা ঘরে চাঁদ হাসবে! লড়াই চালাচ্ছেন ‘রিক্সাওয়ালি’ মিঠু 

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মুম্বইয়ের ভয়াবহ আগুনের খবর শিরোনামে এসছিল। বাণিজ্যনগরীর কমলা মিলস কমপাউন্ডে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। মৃতদের মধ্যে ১১ জনই ছিল মহিলা। এবার ফের শিরোনামে বেঙ্গালুরুর পানশালার ঘটনা। শীতের রাতে ঘুমের ঘোরেই আগুনে পুড়ে মৃত্যু হল এক যুবতী সহ ৫ কর্মীর। 

আরও পড়ুন- তিন মাসের কাজ ৭ ঘণ্টায়, সেতুর পুনর্নির্মাণ করে তাক লাগাল রেল

.