ELECTION EXPRESS: দিল্লিতে কড়া লড়াই আম আদমির। বিজেপি এগিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থানে। ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই

The counting of votes in four states would take place on Sunday with elaborate arrangements made by the Election Commission. The counting is expected to start early on Sunday morning to decide the fate of Delhi, Rajasthan, Madhya Pradesh and Chhattisgarh where the crucial assembly elections took place. However, in Mizoram, the counting will take place on December 9.

Updated By: Dec 8, 2013, 03:23 PM IST

বুথ ফেরৎ সমীক্ষায় দেশের পাঁচ রাজ্যে নির্বাচনের রায়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থানে এগিয়ে রাখা হয়েছে বিজেপি শক্তিকে। এখন ছত্তিশগড়ে এগিয়ে রয়েছে কংগ্রেস।

বড় খবর দিল্লিতে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১৩-র পাঁচ রাজ্যের নির্বাচনকে ২০১৪-র লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসাবে দেখছেন রাজনৈতিকরা।

সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। দিল্লির ৭০টি আসনে লড়াই। মধ্যপ্রদেশের ২৩০ টি আসনে ভোট গণনা। রাজস্থানে১৯৯টি আসনে আজ ভোট গণনা। ছত্তিশগড়ে ৯০টি আসনে আজ রায়।

দিল্লি বিধানসভা নির্বাচন:

দিল্লিতে গেরুয়া ঝড়ের পাশাপাশি কামাল দেখাল আম আদমি পার্টি। কেজরিওয়ালের কামালের উপর ভরসা রেখে হাতের সঙ্গ ছাড়তে চলেছে রাজধানী।

দুপুর ২টা ৪৫ অবধি ৭০টি আসনের মধ্যে ৩২ টিতে এগিয়ে আছে বিজেপি। আম আদমি পার্টি এগিয়ে ২৯টি আসনে। সেখানে মাত্র ৮ টি আসনে এগিয়ে কংগ্রেস। অনান্যরা এগিয়ে ১টি আসনে।

রাজস্থান বিধানসভা নির্বাচন:

মরুরাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলাটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ইতিমধ্যেই বিরোধী দলনেত্রী বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন বিজেপির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে।

বেলা ২টা ৪৫ অবধি ১৯৯টি আসনের মধ্যে ১৫৩টিতেই এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে। অনান্যরা এগিয়ে ২৩টি আসনে।

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন:

মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার স্পষ্ট ইঙ্গিত মিলেছে গণনায়। মুখ্যমন্ত্রী শিবরাজ পাটিল আর একবার মসনদে বসতে চলেছেন।

বেলা ২টা ৪৫ অবধি ২৩০টি আসনের মধ্যে ১৫৮টিতেই এগিয়ে বিজেপি। কংগ্রস এগিয়ে ৬৪টি আসনে। অনান্যরা এগিয়ে ৮টি আসনে।
ছত্তিশগড় বিধানসভা নির্বাচন:

চার রাজ্যের মধ্যে একমাত্র ছত্তিসগড়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

বেলা ২ টা ৪৫ অবধি ৯০টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ৪৮টি আসনে। বিজেপি এগিয়ে ৪২ টি আসনে।

.