পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ৩৭ ভারতীয়ের কলমের যোগ

Updated By: Oct 4, 2017, 03:39 PM IST
পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ৩৭ ভারতীয়ের কলমের যোগ

ওয়েব ডেস্ক: ১৯১৩ থেকে ২০১৪। রবীন্দ্রনাথ থেকে কৈলাশ সত্যার্থী...আপাতত এখানেই শেষ হয়েছে ভারতের নোবেল প্রাপ্তির তালিকা। এরই মধ্যে আরও একবার নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হয়ে গেল। কিন্তু আট ভারতীয়ের নোবেল জয়ীর নামের পর এবারেও সংযোজিত হল না নবম নামটি। তবে ভারতীয়দের দুধের সাধ মিটেছে খানিকটা ঘোলে। কারণ, পদার্থবিদ্যায় ২০১৭ সালের নোবেল পুরস্কারের সঙ্গে জড়িয়ে থাকল ৩৭ ভারতীয়ের নাম।

শতবর্ষ আগে আপেক্ষিকতা তত্ত্বে মধ্যকর্ষীয় তরঙ্গের উল্লেখ করেছিলেন আলবার্ট আইনস্টাইন। কিপ থর্ন, ব্যারি বারিশ এবং রেইনার উইস- এই তিন মার্কিন পদার্থবিদ এবার সেই তরঙ্গকেই চিহ্নিত করতে পেরেছেন। আর এমন অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাঁরা সম্মানিত হতে চলেছেন নোবেল পুরস্কারে। এই বিজ্ঞানী ত্রয়ীর যে গবেষণাপত্র তাতেই হাত লাগিয়েছেন ৩৭ ভারতীয় বিজ্ঞানী।

পুনার ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএএ) -এর সঞ্জীব ধুরন্ধরের নেতৃত্বাধীন ভারতীয় বিজ্ঞানীরা গবেষণা পত্রটি লিখতে সহায়তা করেন।

.