হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত ৩০
হিমাচলপ্রদেশে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হল। সোমবার রাতে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায় পালামপুরের কাছে প্রায় ৬০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় বেশকয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকটি দেহের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের সনাক্ত করা যাচ্ছে না।
হিমাচলপ্রদেশে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হল। সোমবার রাতে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায় পালামপুরের কাছে প্রায় ৬০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় বেশকয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকটি দেহের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের সনাক্ত করা যাচ্ছে না।
বিয়াল্লিশ সিটারের বাসটি পালামপুর থেকে আশা-পুরীর ধর্মস্থানে যাচ্ছিল। বাসটিতে নির্ধারিত যাত্রীসংখ্যার থেকে অনেক বেশি যাত্রী ছিল বলে অভিযোগ। তবে দুর্ঘটনাটি ঘটার বেশ কিছু আগে, মাকল গ্রামে বহু যাত্রীই নেমে গিয়েছিলেন বলে সেই বাসেরই এক যাত্রী জানিয়েছেন। স্থানীয় আধিকারিকরা উদ্ধারজার্যে হাত লাগালোর জন্য পালামপুরে অবস্থিত ভারতীয় সেনার সাহায্য চায়।
রাজ্য সরকার এই দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে হিমাচল প্রদেশে দুটি বড় দুর্ঘটনা ঘতল। গত মাসের ১১ তারিখেই চাম্বার ৩০০ ফুট গভীত একটি গিরিখাতে বাস উলটে ৫০ জন মারা যান। আহত হন ৪৬ জন।