CAA নিয়ে উত্তাল দেশ! মোদীর রাজ্যে ভারতীয় নাগরিকত্ব পেলেন পাকিস্তানের তিন জন

রোজকোটের সাংসদ মোহন কুন্ডারিয়া এই তিনজনকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দিয়েছেন। 

Updated By: Dec 21, 2019, 04:00 PM IST
CAA নিয়ে উত্তাল দেশ! মোদীর রাজ্যে ভারতীয় নাগরিকত্ব পেলেন পাকিস্তানের তিন জন

নিজস্ব প্রতিবেদন : CAA ও  NRC নিয়ে উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গায় চলছে বিরোধিতা, বিক্ষোভ। এরই মাঝে গুজরাটে পাকিস্তানের তিনজনকে ভারতীয় নাগরিকত্ব (citizenship) দেওয়া হল। এর আগেও গুজরাটে পাকিস্তান থেকে আসা এক মহিলাকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এবার মোরবি জেলার বাবরি গ্রামে পাকিস্তান থেকে আসা তিনজন যুবককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।

সোঢা পরিবারের তিন সদস্য হরি সিং সোঢা, স্বরূপ সিং সোঢা ও পর্বত সিং সোঢা ভারতীয় নাগরিকত্ব পেলেন। রোজকোটের সাংসদ মোহন কুন্ডারিয়া এই তিনজনকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র দিয়েছেন। কিছুদিন আগে পাকিস্তান থেকে আসা হসিনাবাদ আব্বাস আলি বার্সরিয়াকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। হাসিনা ভারতে থাকতেন। কিন্তু বিয়ের পর পাকিস্তানে চলে যান। এর পর ১৯৯৯ সালে তিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন- দেশের মানচিত্রের নকশা ভুল, ছবি পোস্ট করে ট্রোলড কংগ্রেস নেতা শশী

হাসিনার স্বামীর মৃত্যু হয়েছে কিছুদিন আগে। তার পরই তিনি ভারতে ফিরে আসেন। এদেশে আসার পর থেকে তিনি পুনরায় নাগরিকত্ব পাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন। তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। শেষমেশ হাসিনাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়। 

.