ত্রিপুরার ৯ জন মন্ত্রীর মধ্যে ৩ জনের বিরুদ্ধেই চলছে ফৌজদারি মামলা

ত্রিপুরা মন্ত্রিসভায় রয়েছেন ৯জন সদস্য। 

Updated By: Mar 17, 2018, 06:05 PM IST
ত্রিপুরার ৯  জন মন্ত্রীর মধ্যে ৩ জনের বিরুদ্ধেই চলছে ফৌজদারি মামলা

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা মন্ত্রিসভায় ৯ সদস্যের মধ্যে ৩ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। নির্বাচনের হলফনামা খতিয়ে দেখে বিশ্লেষণ করেছে Association of Democratic Reforms নামে একটি সংস্থা। তাদের দাবি, ৩ জন মন্ত্রীর মধ্যে ২ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। 

খুন, মানহানি, হানাহানির-সহ মোট ৪টি মামলা ঝুলছে বিজেপির রতনলাল নাথের বিরুদ্ধে। আর এক মন্ত্রী সুদীপ রায় বর্মণের বিরুদ্ধেও হানাহানি, মারধর ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রয়েছে। মনোজকান্তি দেবের বিরুদ্ধেও চলছে দুটি মামলা। তবে কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি এই তিন মন্ত্রী।

৯ জন মন্ত্রীর মধ্যে ৬জনই কোটিপতি। তাঁদের মধ্যে ধনী উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রাণাজিত্ সিংহ রায় ও সুদীপ রায় বর্মণ। ১১ কোটি টাকার সম্পত্তির মালিক উপমুখ্যমন্ত্রী। তারপর রয়েছেন প্রাণাজিত্। তিনি ৫ কোটি টাকার মালিক। সুদীপ রায় বর্মণের সম্পত্তির পরিমাণ ৩ কোটি। মন্ত্রিসভায় গরিব মন্ত্রী হলেন সান্ত্বনা চাকমা। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৩৯ লক্ষ।   

আরও পড়ুন- মোদীর নামে চৌমাথার নামকরণ, বৃদ্ধের শিরশ্ছেদ করল দুষ্কৃতীরা
 
৭ জন মন্ত্রীর মধ্যে মাত্র ২ জন স্নাতকোত্তর। ৪ জন মন্ত্রীর বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে। পঞ্চাশোর্ধ্ব ৫ জন।

আরও পড়ুন- টিডিপি-র সঙ্গে 'ব্রেক আপে'র পর বিজেপির পাশে দাঁড়াল দাক্ষিণাত্যের দুই দল

.