সিয়াচেনের ঠাণ্ডায় মৃত্যু তিন নম্বর বিহার রেজিমেন্টের রণধীর কুমারের

লড়াই শুধু শত্রু পক্ষের সঙ্গে নয়। যুদ্ধ প্রতিকূল প্রকৃতির সঙ্গেও। সেই লড়াইতেই হার মানলেন এক জওয়ান। সিয়াচেনের প্রবল ঠাণ্ডায় মৃত্যু হল তিন নম্বর বিহার রেজিমেন্টের সিপাই রণধীর কুমারের। সিয়াচেন গ্লেসিয়ারের বানা পোস্টে কর্মরত ছিলেন তিনি। একুশ হাজার ফুট উপরে এই এলাকাই পৃথিবীর সর্বোচ্চ  রণক্ষেত্র। এখানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি।

Updated By: Jan 21, 2017, 05:48 PM IST
সিয়াচেনের ঠাণ্ডায় মৃত্যু তিন নম্বর বিহার রেজিমেন্টের রণধীর কুমারের

ওয়েব ডেস্ক: লড়াই শুধু শত্রু পক্ষের সঙ্গে নয়। যুদ্ধ প্রতিকূল প্রকৃতির সঙ্গেও। সেই লড়াইতেই হার মানলেন এক জওয়ান। সিয়াচেনের প্রবল ঠাণ্ডায় মৃত্যু হল তিন নম্বর বিহার রেজিমেন্টের সিপাই রণধীর কুমারের। সিয়াচেন গ্লেসিয়ারের বানা পোস্টে কর্মরত ছিলেন তিনি। একুশ হাজার ফুট উপরে এই এলাকাই পৃথিবীর সর্বোচ্চ  রণক্ষেত্র। এখানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি।

আরও পড়ুন প্রধানমন্ত্রীর চরকা কাটার ছবি নিয়ে রাহুল গান্ধী কী বলেছেন, শুনেছেন?

তার সঙ্গে ঝোড়ো হাওয়া। তাতেই অসুস্থ হয়ে পড়েন রণধীর কুমার। সতেরই জানুয়ারি মৃত্যু হয় তাঁর। তবে উচ্চতার কারণে মৃতদেহ নামাতে বেশ কয়েকদিন সময় লেগেছে। বছর পঁচিশের রণধীর কুমারের বাড়ি বিহারের কাটিহারে। বাগডোগরা বিমান বন্দর হয়ে সেখানে দেহ নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন দলের নাম, প্রতীক, পদ, একসঙ্গে সব পেয়ে গেলেন অখিলেশ যাদব

.