অনন্তনাগে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, শহিদ ১ জওয়ান

আজ সকাল থেকেই অনন্তনাগে দফায় দফায় সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।

Updated By: Jun 18, 2019, 11:32 AM IST
অনন্তনাগে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, শহিদ ১ জওয়ান
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সোমবার পুলওয়ামায় জঙ্গি হামলার পর মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর সীমান্তের অনন্তনাগ। আজ সকাল থেকেই অনন্তনাগে দফায় দফায় সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ানও।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এলাকায় এখনও জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গির খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

আরও পড়ুন: ‘ক’টা উইকেট পড়েছে?’ শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠকে এ কী প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর?

সোমবার পুলওয়ামায় সিআপিএফ-এর গাড়ি লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে আহত হন ৬ সেনা-সহ দু’জন সাধারণ মানুষ। একই দিনে অনন্তনাগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান সেনা বাহিনীর মেজর কেতন শর্মা। সোমবার পুলওয়ামায় আইডি বিস্ফোরণের পিছনে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। অনন্তনাগে নিকেশ হওয়া জঙ্গিরাও জইশ-ই-মহম্মদের সদস্য বলে মনে করা হচ্ছে।

.